ডিএমপি নিউজ: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে পুলিশ সদস্য ও বাংলাদেশ পুলিশে কর্মরত সিভিল স্টাফদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনটি গ্রুপে শতাধিক শিশু–কিশোর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ‘ক’ গ্রুপে অনুর্ধ্ব ৮ বছর পর্যন্ত চিত্রাঙ্কনের বিষয়বস্তু ছিল উন্মুক্ত। ‘খ’ গ্রুপে ৯ থেকে ১২ বছর পর্যন্ত চিত্রাঙ্কনের বিষয়বস্তু ছিল ‘মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’। ‘গ’ গ্রুপে ১৩ বছর থেকে তদুর্ধ্বদের চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা’।
প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন আর্টসের চেয়ারম্যান এম এম মাইজুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফাইন আর্টসের সহযোগী অধ্যাপক ড. ফারজানা আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক দীপ্তি রানী দত্ত।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে আরাদ্ধা সরদার ভাষা, দ্বিতীয় হয়েছে আশফিকুর রহমান প্রিয় ও তৃতীয় হয়েছে আবু বকর বিন সাইমুম। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে দীপান্বিতা নন্দী, দ্বিতীয় হয়েছে রুদাইনা আজরা রাহা ও তৃতীয় হয়েছে আনিসা ইবনাত এবং ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে সাইয়্যেদ মোহাম্মদ রাকীন সালেহ, দ্বিতীয় হয়েছে সাইদ আল শাফিন ও তৃতীয় হয়েছে ফাহমিদা আক্তার লামিয়া।
আজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশু-কিশোরকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মুহাম্মদ তালেবুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।