মায়ের প্রতি ভালোবাসার বহি:প্রকাশ ঘটাতে আমরা কি না করি। কেউ মাকে সেবা করে আবার কেউ তার গানের মাধ্যমে মাকে স্মরণ করে থাকে। আজ একটি আনন্দের দিন। আজ মায়েদের দিন। মায়ের জন্য কবি, সাহিত্যিক, গীতিকাররা লিখে গেছেন অজস্র কবিতা, সাহিত্য আর গান। 

এই মা দিবসে শুনে নিতে পারেন মা’কে নিয়ে রচিত বিশেষ কিছু গান। মায়ের কাছ থেকে যদি দূরে থেকে থাকেন, তাকে স্মরণ করুন, ভালোবাসুন। এই গানগুলো শুনে ইট পাথরের হৃদয়টা যদি একটু দ্রবীভূত হয়, তাতে আপত্তির কী আছে!

১. মাগো মা ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা – খুরশীদ আলম

 

২. মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম – ফকির আলমগীর

 

৩. এমন একটা মা দে না – ফেরদৌস ওয়াহিদ

 

৪. রাতের তারা আমায় কি তুই বলতে পারিস – জেমস

 

৫. ওই আকাশের তারায় তারায় – রাশেদ

 

৬. ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার – নচিকেতা ঘোষ

 

৭. পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো – হেমন্ত মুখোপাধ্যায়

 

৮. আম্মাজান- আইয়ুব বাচ্চু