ডিএমপি নিউজঃ মোছা: জুবেদা আক্তার নামে একটি কাজের মেয়ে হারিয়ে গেছে। তার গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি, শারীরিক গড়ন হালকা পাতলা ও ছোট প্রকৃতির। তার সামনের দাঁত গুলো উঁচু কথা বলার সময় বের হয়ে আসে। তার বয়স ২৭ বছর।
তার পিতা- ফজলুর রহমান, গ্রাম- সুলতানপুর, পোঃ- ডুয়াইগাঁও, থানা- বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ।
গত ১৬ জুন ২০১৯ সকাল ১০.৩৫ টার দিকে বাসা- ৫৬৮/১ নয়াটোলা মগবাজার, ঢাকা হতে কাউকে কিছু না জানিয়ে বাসা হতে চলে যায়। আর ফিরে আসেনি। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।
তার হারানো সংক্রান্তে ১৭ জুন ২০১৯ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে ওসি হাতিরঝিল (০১৭৬৯৬৯৫১০০) এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।