ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট (Joe Root) রবিবাসরীয় অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিনেই ফের এক রেকর্ড করে ফেলেলেন। বক্সিং-ডে টেস্টের প্রথম দিনে মেলবোর্নে রুট টপকে গেলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথকে (Graeme Smith)। নাম লেখালেন টেস্টের এলিট ক্লাবে।
এক ক্যালেন্ডার বছরে টেস্ট অধিনায়ক হিসাবে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন রুট। বিশ্ববন্দিত ব্যাটার করে ফেলেলন ১৬৮০ রান। এর আগে প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন করেছিলেন ১৬৫৬ রান। সালটা ছিল ২০০৮।
এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি টেস্ট রান করেছেন যাঁরা, সেই তালিকায় রুট এখন তিনে। একে পাকিস্তানের মহম্মদ ইউসুফ (১৭৮৮ রান, ২০০৬ সাল)। দুয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন স্যার ভিভিয়ান রিচার্ডস (১৭১০ রান, ১৯৭৬ সাল)। পাঁচে মাইকেল ক্লার্ক (১৫৯৫, ২০১২ সাল)।