টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলো শ্রীলঙ্কা।
আজ বৃহস্পতিবার জিলংয়ে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রান তোলে লঙ্কানরা। ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ করেন কুশাল মেন্ডিস। ৪৪ বলের ঝড়ো ইনিংসে ৫ চার ও ৫ ছক্কায় ৭৯ রান করেন তিনি। চারিথ আসালাঙ্কা ৩১, ভানুকা রাজাপাকসে ১৯ ও পাথুম নিসাঙ্কা ১৪ রান করেন।
নেদারল্যান্ডসের ফন মেকেরেন ও বাস ডি লিডা ২টি করে উইকেট নেন।
১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে একাই লড়াই করেছেন ওপেনার ম্যাক্স ও’দউদ। তিনি ৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার। অন্যদিকে ২১ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৮ রানে তিন উইকেট পান। মহেশ থিকসানার শিকার দুই উইকেট।