রামপুরা ডিআইটি রোডে EASY ফ্যাশন লিঃ এর শ্রমিক নিহতের ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তিন জনকে আটক করেছে ডিএমপি’র হাতিরঝিল থানা পুলিশ।
প্রাথমিকভাবে জানা যায়, গতকাল (২৪ জুলাই, ২০১৯) রামপুরা ডিআইটি রোডের হাজীপাড়া পেট্রোল পাম্পের বিপরীতে EASY ফ্যাশন লিঃ সন্ধ্যা সাতটায় বন্ধ হয়। গার্মেন্টস বন্ধ হওয়ার পর ঐ প্রতিষ্ঠানে কর্মরত সকলে কর্মস্থল ত্যাগ করলেও কার্টিং সেকশনের দেলোয়ার হোসেন সাইদ(২০) নামের একজন শ্রমিক সেখানে কৌশলে লুকিয়ে থাকে।
গভীর রাতে দেলোয়ার গার্মেন্টসের উপর থেকে প্রস্তুতকৃত মূল্যবান সামগ্রী নিচে ফেলতে থাকে। যা পার্শ্ববর্তী ভবনের লোকজন দেখে মালিকপক্ষকে অবহিত করে। উক্ত প্রতিষ্ঠানের লোকজন দ্রæত সেখানে আসে এবং চোরকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা ৬ষ্ঠ তলার কাপড়ের মধ্যে লুকায়িত অবস্থায় দেলোয়ারকে খুঁজে পায় এবং মারধর করে। এতে দেলোয়ার আহত হয়।
মালিকপক্ষ পুলিশকে ঘটনা অবহিত না করেই আহত দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (২৫ জুলাই, ২০১৯) দেলোয়ার মারা যায়।
দেলোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পোশাক শ্রমিকরা রামপুরা সড়ক অবরোধ করে। পুলিশ দ্রæত সেখানে অবস্থান নেয় এবং বিক্ষুব্ধ শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেখানে পোশাক শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার সালমান হাসান ও হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ আহত হন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।