বাজারে এল অত্যাধুনিক ডিজাইনের Oppo A31, ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে এই ফোন। একাধিক অনলাইন স্টোরে বিক্রিও শুরু হয়েছে। তবে ভারতে কবে লঞ্চ করবে এই ফোন সেই বিষয় এখনও সংস্থা তরফে কিছু জানানো হয়নি। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য দাম আর ফিচারগুলি সম্পর্কে-
Oppo A31-এর স্পেসিফিকেশন আর দাম:
১) ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে এই ফোনে।
২) এই ফোনে আছে MediaTek Helio P35 চিপসেট।
৩) এই ফোনে ৪ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
৪) ছবি তোলার জন্য রয়েছে তিনটি ক্যামেরা, এই ফোনে থাকছে ১২ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ২ মেগাপিক্সেল ( ম্যাক্রো ক্যামেরা ক্যামেরা) + ২ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর)। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
৫) এই ফোনে থাকছে ৪,২৩০ mAh-এর ব্যাটারি।
৬) কালো ও সাদা রঙে পাওয়া যাবে এই ফোন।
৭) Oppo A31-এর দাম শুরু হচ্ছে ১৩,৫০০ টাকা থেকে।