ডিএমপি নিউজ: চুরি-ছিনতাই প্রতিরোধ, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাড্ডা থানায় বিভিন্ন স্টেকহোল্ডারগণের সথে Law and Order Coordination Committee (LOCC) সভা অনুষ্ঠিত হয়েছে।
গুলশান বিভাগের বাড্ডা থানার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সানজি চাইনিজ রেস্টুরেন্টে আইনশৃঙ্খলা সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ হাসানুজামান মোল্যা, বিশেষ অতিথি ছিলেন গুলশান ট্রাফিক-নর্থ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.কে.এম সাজ্জাদুল আলম পিপিএম, ডিবি-গুলশানের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব পিপিএম, বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ও ট্রাফিক বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার শুভ কুমার ঘোষ। সভায় সভাপতিত্ব করেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসীন গাজী।
সভায় বাড্ডা থানার অফিসার-ইন-চার্জ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং এই মিটিং এর বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। পরবর্তীতে আগত সম্মানিত সদস্যগণ এরূপ আয়োজনকে স্বাগত জানিয়ে আইন-শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’কে দ্রুত সময়ে সভায় উত্থাপিত বিষয়সমূহ অবগত করে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবেন মর্মে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
সমন্বয় সভায় বাড্ডা থানা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সদস্য, সকল ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, থানা এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুসলিম ধর্মীয় প্রতিনিধি খতিব ও ঈমাম, মাদ্রাসার প্রিন্সিপ্যাল, হিন্দু খৃষ্টান ও বৌদ্ধ বিহারের দায়িত্বশীল প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, কলেজের প্রিন্সিপ্যাল, স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, বেদে সম্প্রদায়ের নেতৃবৃন্দ, আফতাবনগর সোসাইটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।