ডিএমপি নিউজ: ঢাকা মহানগরীতে ইয়াবা তৈরির বিপুল সরঞ্জামসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ০৯টা ৩৫ মিনিটের দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, ইমু আক্তার (২৪)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট তৈরির মেশিন ও বিপুল পরিমাণ উপাদানসহ প্রস্তুতকৃত ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে তিন বোতল দেশী মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাড়ির মালিক শহিদুল্লাহ ও গ্রেফতারকৃত ইমুর স্বামী আলমগীর পরস্পর যোগসাজশে ইয়াবা ট্যাবলেট প্রস্তুত করে বিক্রয় করত। তারা দুজনই পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সংক্রান্তে কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।