ডিএমপি নিউজঃ ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ডিএমপির মতিঝিল ও তেজগাঁও বিভাগ আনন্দ উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে।
আজ রোববার (৭ মার্চ) মতিঝিল থানার ডিডিএস ভবনে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা কম্পাউন্ডে এই আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে তেজগাঁও বিভাগে প্রধান অতিথি হিসাবে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) ও মতিঝিল বিভাগে প্রধান অতিথি হিসাবে অতিঃ উপ-পুলিশ কমিশনার এনামুল হক মিঠু, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওয়ার্ড কাউন্সিলরসহ থানা এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আনন্দ উদযাপন অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য রাখেন এবং কেক কেটে মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।