জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে আসতে পারেন। আগামী ১লা জুলাই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে আনুষ্ঠানিক দুই দিনের সফর করার সম্ভাবনা রয়েছে গুতেরেস ও কিমের।
সফরের সবকিছু চুড়ান্ত হলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেষ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিদের সঙ্গে সাক্ষাত করবেন তারা।
সাত লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার প্রেক্ষিতে উদ্ভুত সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার জন্য বিশ্বব্যাং আর্থিক অনুদানের প্রস্তাব দিতে পারে এ সফরে।