ডিএমপি নিউজঃ একাত্তরের পঁচিশে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ইতিহাসে সে ঘটনা স্বর্ণাক্ষরে লেখা আছে। যাকে উপজীব্য করে ‘পঁচিশে মার্চ’ শিরোনামে একটি গান তৈরি হয়েছে। গানের কথা লিখেছেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।
সুর করেছেন সাজেদ ফাতেমী ও কন্ঠ দিয়েছেন ফিড ব্যাকের ভোকাল লুমিন। আর ভিডিওটি পরিচালনা করেছেন তানভীর আহমেদ। গানটি কথা ঠিক এ রকম-
রাত্রি তখন প্রথম প্রহর ডাক দিলো এক কনস্টেবল
পাক হানাদার দিচ্ছে হানা প্রতিরোধ ধরো পুলিশ দল
গানটি রবিবার ধ্রুব মিউজিক স্টেশন থেকে ‘পঁচিশে মার্চ’ শিরোনামে প্রকাশ করা হয়েছে। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘পঁচিশে মার্চ’ গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গানটি শোনা যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট আর জিপি মিউজিকে।
গানটি দেখতে ক্লিক করুন-‘পঁচিশে মার্চ’