নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ হত্যার হুমকি দেয়া হয়।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়, একটি টুইটার একাউন্ট থেকে ‘একটি বন্দুকের’ ছবি পোস্ট করে সেটির নিচে ‘এরপর আপনি’ ক্যাপশন লিখে প্রধানমন্ত্রীকে পাঠানো হয়।
অনেক টুইটার ব্যবহারকারী ওই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করলে প্রায় ৪৮ ঘণ্টা পর টুইটার কৃর্তপক্ষ একাউন্টটি বন্ধ করে দেয়।
এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র বলেন, “পুলিশ টুইটারে ওই পোস্ট সম্পর্কে জানতে পেরেছে এবং সেটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।” ওই একাউন্ট থেকে অন্য একটি পোস্টে অ’ডুর্ন ও নিউ জিল্যান্ড পুলিশকে উদ্দেশ করে একই ধরনের ছবি পোস্ট করে লেখা হয়, “পরবর্তীতে আপনি।”
একাউন্টটিতে ইসলাম বিরোধী এবং ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ’ নিয়ে অনেক পোস্ট ছিল বলেও জানায় নিউজিল্যান্ড হেরাল্ড।