ডিএমপি নিউজ: রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা থেকে মোঃ ফারুক নামের ১১ বছরের এক ছেলে হারিয়ে গিয়েছে। তার উচ্চতা ৪ ফুট ও গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, চুল কালো এবং নাক চ্যাপ্টা।
গেন্ডারিয়া থানা সূত্র জানা যায়, গত ২৭ এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে ঢাকা সালেহা নগর (ভাট্রিখানা) এলাকা হতে ফারুক হারিয়ে গেছে।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে ছেলেটির সন্ধান জেনে থাকলে গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৬০০) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৯৩) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।