ডিএমপি নিউজ: রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে মিনা রাণী সাহা নামে এক নারী হারিয়ে গেছেন। তাঁর বয়স ৭০ বছর। গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, মাথায় কোকড়া চুল। তার স্বামীর নাম হরিপদ সাহা এবং ছেলে প্রভাত কুমার সাহা।
তিনি আজ ২৫ মে ২০২২ সকাল ০৮: ৩০ ঘটিকায় নিউমার্কেট থানার এ্যালিফেন্ট রোডের নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে সে ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তাকে খুঁজে না পাওয়ায় তার ছেলে প্রভাত কুমার সাহা নিউমার্কেট থানায় এ সংক্রান্তে একটি সাধারণ ডায়রী করেছেন। সাধারণ ডায়রী নং- ১২৬৭/২২, তারিখ-২৫/০৫/২০২২ খ্রি:।
কোন সহৃদয় ব্যক্তি ছবির নারীর সন্ধান জেনে থাকলে নিউমার্কেট থানার ডিউটি অফিসার (০১৩২০০৩৯৫৮৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০০৩৯৫৭৬) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।