ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে আমেনা খাতুন নামের ৭৫ বছরের এক নারী হারিয়ে গিয়েছে। তার উচ্চতা ৫ ফুট ও গায়ের রং ফর্সা।
থানা সূত্র জানায়, গত ০৯ এপ্রিল ২০২৪ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে শ্যামপুর এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের ছেলে মোঃ ছাইদুল ইসলাম। জিডি নং- ৬৫৯, তারিখ- ১২/০৪/২০২৪ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নারীর সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শ্রী নিবাস মিস্ত্রী (০১৯১৪-৬৫৬৩৮২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।