সেপ্টেম্বরে ফোল্ডেবল স্মার্টফোন Mate X প্রকাশ্যে আনতে চলেছে Huawei। স্যামসাং গ্যালাক্সি ফোল্ডকে পাল্লা দিয়েই আরও কম দামে ক্রেতাদের হাতে ফোল্ডেবল ফোন তুলে দিতে উদ্যোগী ওই সংস্থা।
চলতি বছর ফেব্রুয়ারিতে অভিনব প্রযুক্তির ফোল্ডেবল ফোনের টিজার প্রকাশ করেছিল হুয়েই। চলতি বছর ফেব্রুয়ারিতে অভিনব প্রযুক্তির ফোল্ডেবল ফোনের টিজার প্রকাশ করেছিল হুয়েই। প্রযুক্তি মেলায় ফোনের পোস্টার ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু, ফোনটি কবে বাজারে আসছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিল সংস্থা। শনিবার চিনা ফোন নির্মাতা সংস্থা জানাল, চলতি বছরের সেপ্টেম্বরেই রিলিজ হতে চলেছে হুয়েই-র মেট এক্স।
ফোনের আকর্ষণীয় বিষয় নি:সন্দেহে ফোল্ডেবল স্ক্রিন। মাঝ বরাবর ভাঁজ করা যাবে Huawei Mate X-এর P-OLED স্ক্রিন। ফেব্রুয়ারিতে Samsung ওই প্রযুক্তির একটি ফোন প্রকাশ্যে আনে। Galaxy Fold মডেলের সেই ফোনের স্ক্রিনও মাঝ বরাবর ভাঁজ করা যায়। গ্যালাক্সির ফোন প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই হুয়েই তাদের এই নতুন ফোনের টিজার প্রকাশ করে। স্যামসাঙের ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে থাবা বসানো যে হুয়েই-এর লক্ষ্য তা বলাই বাহুল্য।
তবে স্যামসাঙের সঙ্গে প্রতিযোগিতায় মেপে পা ফেলতে চাইছে হুয়েই। গ্যালাক্সি ফোল্ডের পর্যালোচনা করেছেন বেশ কয়েকজন স্মার্টফোন বিশেষজ্ঞ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, কয়েকদিন পরেই খুলে আসছে ফোনের স্ক্রিন। বারবার ফোন বন্ধ হওয়ারও অভিযোগ করেছেন অনেকে। তাই স্যামসাঙের থেকে শিক্ষা নিয়ে ধীরে এগোতে চাইছে হুয়েই। ফোনের স্ক্রিন ভাঁজ করার সময় হার্ডওয়্যারের সমস্যা এড়াতে নজর দিচ্ছে সংস্থা।
Huawei-এর এই ফোন-এ থাকছে ৮ জিবি RAM। প্রসেসর octa-core Huawei HiSilicon Kirin 980। অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড ৯.0। ফোল্ড খোলা অবস্থায় স্ক্রিনের মাপ ৮ ইঞ্চি। যা কিনা গ্যালাক্সি ফোল্ডের থেকেও ০.৭ ইঞ্চি বড়। থাকছে ৪,৫০০ এমএএইচের ব্যাটারি। ও ফাস্ট চার্জিঙের সুবিধা। ফোনের দাম এখনও খোলসা করেনি সংস্থা। তবে, Huawei তাদের ট্রেন্ড বজায় রেখে Mate X-এর দাম Samsung Galaxy Fold-এর তুলনায় অনেকটাই কম রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।