ডিএমপি নিউজ: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গেণ্ডারিয়া থানা পুলিশের সাথে থানা এলাকার বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গেন্ডারিয়া থানার কনফারেন্স রুমে এ আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীম।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গেন্ডারিয়া থানা এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্ত এ সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।
সভায় গেণ্ডারিয়া থানা এলাকার আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তন্মধ্যে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়; গেন্ডারিয়া থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও জঙ্গিবাদ মুক্ত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; যানজট নিরসনে করণীয়; পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; অগ্নিনির্বাপনে সকলের করণীয়; সিসি ক্যামেরা স্থাপন; ফুটপাত অবৈধ হকার মুক্ত করা; সড়কে লাইট স্থাপন; কিশোরগ্যাং ও ইভটিজিং এগুলো বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণের সচেতনত; কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কার্যক্রম বা মন্তব্য থেকে বিরত থাকা; গুজবের ব্যাপারে সকলকে সচেতন করা; আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোন সমস্যায় অফিসারদের সাথে সরাসরি যোগাযোগে সকলকে উৎসাহিত করা হয় এবং ‘৯৯৯’ ও ‘মেসেজ টু কমিশনার’ এই নাম্বারে যোগাযোগের ব্যাপারেও বলা হয়।
সমন্বয় সভায় উপস্থিত সকল স্টেক হোল্ডারগণ এমন সভার আয়োজন করার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ধরনের সমন্বয় সভা প্রতি মাসে আয়োজন করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সভায় আরো উপস্থিত ছিলেন, ডিবি-ওয়ারী জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইলিয়াস হোসেন, ট্রাফিক- ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান, ওয়ারী জোনের সহকারি পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা, গেন্ডারিয়া থানা কমিউনিটি পুলিশিং সভাপতি, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিনু, গেন্ডারিয়া থানা কমিউনিটি পুলিশিং সেক্রেটারি নারী নেত্রী হেলেন আক্তার, সংরক্ষিত নারী কাউন্সিলর সাথী আক্তার, ব্যবসায়ী নেতৃবৃন্দ,রেস্টুরেন্ট মালিকগণ, টেলিকমিউনিকেশন নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাগণ, হাসপাতাল কর্তৃপক্ষ, মসজিদের ইমামগণ, মন্দিরের পুরোহিতগণ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ গেন্ডারিয়া থানা এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।