ডিএমপি নিউজঃ শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম রাজশাহী জেলা্র চারঘাট থানার মৌগাছি গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মৃতঃ ইসমাইল মন্ডল। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার প্রথম সন্তান।
তিনি স্ত্রী হামিদা বেওয়াকে বিয়ে করেন। তিনি দুই পুত্র ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পুলিশ বাহিনীতে যোগদানের পর বিভিন্ন ইউনিটে চাকুরি করেন। মৃত্যুর পূর্বে তিনি নায়েক হিসাবে যশোর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ৪ এপ্রিল তিনি যশোর কোতোয়ালি থানায় কর্মরত থাকাকালে পাকহানাদার বাহিনী আক্রমণ করে তাকে হত্যা করে। এ মহান শহীদের মৃতদেহ উক্ত স্থানেই সমাহিত করা হয়।