অ্যাপলের শোরুমে অ্যাইপ্যাড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি শোরুমে এ বিস্ফোরণের ঘটনায় ওই শোরুমের তিনজন কর্মী আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, আইপ্যাডের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার পর ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর শোরুম থেকে সব মালামাল সরিয়ে সেটিকে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়।
অ্যাপলের সংবাদবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ ম্যাক বলেছে, আইপ্যাডের ব্যাটারি প্রতিস্থাপন কর্মসূচি চালুর পর তারা এ ধরনের অভিযোগ পেয়ে আসছেন।