ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকাস্থ ইউএস এম্বেসীর সমন্বয়ে পরিচালিত সোয়াট সদস্যদের ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম।
মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট প্রাঙ্গণে ২৫ মে’১৭ বুধবার বেলা সাড়ে ১১টায় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের অংশগ্রহণে Crisis Response Team(CRT)/SWAT Mentorship শিরোনামে ৭ সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএস এম্বেসীর রিজিওনাল সিকিউরিটি অফিসের স্পন্সর ও লজিস্টিক সার্পোটে মোট ৫০ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তার মধ্যে ৯ জন প্রশিক্ষককে টাংগাইল ও মিরপুরে ৩ সপ্তাহের প্রশিক্ষণ দেয় আমেরিকা থেকে আগত ৪ প্রশিক্ষক। পরবর্তীতে প্রশিক্ষিত ৯ জন প্রশিক্ষক বাকি ৪১ জন প্রশিক্ষণার্থীকে ২ ব্যাচে ভাগ করে ২ সপ্তাহ করে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণার্থীদের শুটিং, ক্লোজড কো্যার্টার ব্যাটেল, ভিকটিম রেসকিউসহ প্রভৃতি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণটি গত ৯ এপ্রিল’১৭ থেকে শুরু হয়ে ২৫ মে’১৭ শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউএস এম্বেসেডর মার্সিয়া এস বার্নিকাট এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার)।
বিশেষ অতিথির বক্তব্যে মার্সিয়া বার্নিকাট বলেন- সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ায়ের জন্য বাংলাদেশ পুলিশকে সবসময় সাহায্য ও সহযোগিতা করবে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট। ট্রেনিং, টেকনিক্যাল সাপোর্ট, ইনফরমেশনসহ প্রয়োজনীয় সকল বিষয়ে সহযোগিতা করা হবে। বাংলাদেশ পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় তিনি ডিএমপি কমিশনার ও সিটিটিসি প্রধানকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন- সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ডিএমপি’র সোয়াটকে যুক্তরাষ্ট্রের এন্টি টেরোরিজম এ্যসিস্টেন্ট (এটিএ) সর্বাত্মক সহযোগিতা করছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের নেতৃত্বে আমাদের সোয়াট বিগত মাসগুলোতে সফলভাবে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান করেছে। আমরা প্রতিটি অভিযান মানবাধিকার রক্ষা করে পরিচালনা করেছি। জঙ্গি বিরোধী অভিযানে আমরা জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমান বিস্ফোরক, বোমা, বোমা বানানোর সরঞ্জমাদি ও অস্ত্র উদ্ধার করেছি।
তিনি আরও বলেন- চলমান জঙ্গি বিরোধী অভিযানে আমাদের সাহসী ৬ সহকর্মী তাদের জীবন উৎসর্গ করেছে। জঙ্গি বিরোধী অভিযানে নিয়মিতভাবে সহযোগিতা করার জন্য ইউএস এম্বেসেডর মার্সিয়া এস বার্নিকাটকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় ইউএস এ্যাম্বসেডরকে সম্মানসূচক ডিএমপি’র গাউন পরিয়ে দেন ডিএমপি কমিশনার।
সমাপনী বক্তব্যে সিটি প্রধান মোঃ মনিরুল ইসলাম বলেন- কাউন্টার টেরোরিজম ইউনিটকে শুরু থেকে বিভিন্ন দিক থেকে সাহায্য করছে ইউএস এ্যাম্বাসি ও এন্টি টেরোরিজম এ্যসিস্টেন্ট (এটিএ)। ভবিষ্যতেও এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে এবং যারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আরো কার্যকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হলি আর্টিজেন ঘটনার পরে আমরা সোয়াটের প্রয়োজনীয়তা অনুধাবন করেছি। সন্ত্রাসী ঘটনার পর থেকে সোয়াট তাদের কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি পালটিয়ে দিয়েছে। সোয়াট বাংলাদেশ পুলিশের অহংকার।
এই সমাপনী অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।