স্যামসাং আনছে ফোল্ডেবল ফোন ৷ কিছুদিন আগে এমনই খবর সামনে এসেছিল৷ যা নিয়ে গ্রাহকদের উন্মাদনার শেষ নেই ৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, বহু আলোচিত এবং অপেক্ষিত এই স্মার্টফোনটি আসলে একটি ট্যাবলেট ৷ যেটিতে থাকছে একটি বড় স্ক্রিন ৷ স্যামসাংয়ের এই ফোন্ডেবেল স্মার্টফোনের ধারণাটি আসলে একটি পরীক্ষাও বলা চলে ৷ যেখানে দেখা হবে মার্কেটে গ্রাহক কতটা গ্রহণ করছে নয়া উদ্ভাবনটিকে ৷
তার উপরে নির্ভর করেই হবে মার্কেট পরিকল্পনা ৷ তবে, মার্কেট জুড়ে এখন বড় স্ক্রিনের চাহিদা ৷ আর, গ্রাহকদের এই চাহিদাকেই গুরুত্ব দিয়ে স্যামসাং নিয়ে আসছে উদ্ভাবনটিকে ৷ ফোল্ডেবল সেটটির স্ক্রিন সাইজ হবে প্রায় ৬.৫ ইঞ্চের বেশি ৷ তথ্য জানাচ্ছে, স্যামসাংয়ের আপকামিং ডিভাইসটি লঞ্চ হতে চলেছে চলতি বছরেই ৷ সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ান এই সংস্থাটি একটি টিজার রিলিজ করে ৷
যেখানে ফোল্ডেবল ডিসপ্লের এই ফোনটি দেখানো হয় ৷ অন্যদিকে, পিছিয়ে নেই Huawei ৷ এই চিনা সংস্থাটিও প্রস্তুতি নিচ্ছে একই ধরণের ডিভাইস নিয়ে আসার জন্য ৷ যেটি সম্ভবত লঞ্চ হওয়ার সম্ভাবনা থাকছে নভেম্বরে ৷ তাই বলা যায়, আরও একবার নতুন এই ট্রেন্ডকে নিয়ে প্রতিযোগিতা শুরু হতে চলেছে চিনা সংস্থাগুলির মধ্যে ৷