বাতাসের চাপে প্রচণ্ড ঢেউয়ে উত্তাল বঙ্গোপসাগর। এই ঢেউ ও ঝড়ো হাওয়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে।
এ করণে সোমবার আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, সাগর উত্তাল ও ঝড়ো হাওয়ার কারণে ছোট নৌকা ডুবে যেতে পারে। তাই এই সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বজ্র, শিলাবৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।