ব্যাটালিয়ন আনসার সদস্যদের অঙ্গীভূত ও স্কেলবিহীন চাকরির মেয়াদ ৯ বছর থেকে ৬ বছরে কমিয়ে আনার বিধান করে সংসদে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭ পাস করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের প্রস্তাব করেন।
 বিলে বিদ্যমান আইনের ধারা ৬ক এ সংশোধন করে ৯ (নয়) সংখ্যা, শব্দ ও বন্ধনীর পরিবর্তে ৬ (ছয়) সংখ্যা, শব্দ ও বন্ধনী প্রতি স্থাপন করা হয়েছে।

 

জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন ও স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।