ডিএমপি নিউজঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হুমায়ুন কবির ও মোঃ সোহাগ।
গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ এনামুল হক মিঠু পিপিএম ডিএমপি নিউজকে জানান, শনিবার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি এ্যাম্বুলেন্সযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় মাদক নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচাললনা করা হয়। এক পর্যায়ে বিকাল ০৫:৩০ টায় ২৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনেকাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।