ডিএমপি নিউজঃ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী জিমেইল ব্যবহারের সমস্যার কথা বলছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।
প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের জিমেইল ব্যবহারকারীরা মেইল পাঠাতে গেলেই সমস্যার পড়ছিলেন। সার্ভার ডাউনের ফলে এই বিভ্রাট ঘটেছিল। তবে আপাতত সেই সমস্যার কিছুটা সমাধান হয়েছে।
গুগলের জিস্যুট ব্যবহারকারীরা সমস্যা পাচ্ছিলেন। বিশেষ সমস্যা হচ্ছিল জিমেইল ও গুগল ড্রাইভে। গুগলের অন্য সেবাগুলোতেও সমস্যা পাচ্ছিলেন কেউ কেউ। সমস্যার আংশিক সমাধান হয়েছে। এখনো কিছু কিছু ব্যবহারকারী সমস্যায় পড়ছেন।
অনেকক্ষেত্রেই জিমেইলে ‘লগ ইন’ করতেও বেশ সমস্যায় পড়তে হয়েছে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশের বাসিন্দাদের।
সার্ভার ডাউনের কথা স্বীকার করে গুগল জানিয়েছে, এরই মধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে তাঁরা। এই সমস্যা দ্রুত সমাধান হবে বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ গুগলের জিস্যুটের ওপর নির্ভর করে।