চলতি মাসেই বাজারে চার ক্যামেরা ও ডট নচ ডিসপ্লের নতুন স্মার্টফোন নিয়ে আসছে টেকনো ।ডিসপ্লের বিবর্তনের এই যুগে প্রতিষ্ঠানটি তাদের বহরে যুক্ত করতে যাচ্ছে ডিউ-ড্রপ ডিসপ্লে।
ফোনটিতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন তিন ক্যামেরা আর সামনে এক ক্যামেরা। সম্প্রতি টেকনো তাদের ফেসবুক পেইজে তেমনি কিছু ইঙ্গিত দিয়ে ছবিসহ পোস্ট দিয়েছে।
ধারাবাহিকভাবে মডেলটির সকল ফিচার উন্মুক্ত করবে টেকনো। এখনও এর বাজারদরের তেমন কোন আভাস পাওয়া যায়নি। প্রতিযোগিতায় টিকে থাকতে তারাও সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।
মানুষের লাইফস্টাইলের কথা চিন্তা করে পাওয়ার সেভিং প্রযুক্তিতে এই ফোনে থাকছে ৩৫০০ এমএইস ব্যাটারি, যা অন্যসব ফোনের চেয়ে ব্যতিক্রম সেবা প্রদান করবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে টেকনো।