অ্যান্ড্রয়েড অথরিটি নামে একটি টেক ওয়েবসাইট সূত্রে খবর, গুগল ইতিমধ্যে দ্বিতীয় অ্যান্ড্রয়েড ও ডেভেলপার প্রিভিউ বার করেছে। যেখানে প্রকাশ হয়েছে ওই প্রোজেক্টের একটি টাইমলাইনও। প্রথমে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পাওয়া যাবে গুগল পিক্সেল এবং পিক্সেল এক্সএল স্মার্টফোনে। পরে নেক্সাস ৫এক্স, নেক্সাস ৬পি, পিক্সেল সি এবং নেক্সাস প্লেয়ারেও অ্যান্ড্রয়েড ৮ থাকবে বলে জানা গিয়েছে।

গুগলের স্মার্টফোন ছাড়াও চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওয়ানপ্লাসের থ্রি, থ্রিটি এবং ফাইভেও অ্যান্ড্রয়েড ৮ আপডেটের সুবিধা থাকবে। ওয়ানপ্লাসের তরফে জানানো হয়েছে, চলতি বছরের শেষে ওই অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট মিলবে। নোকিয়ার নতুন স্মার্টফোন থ্রি, ফাইভ এবং সিক্সেও থাকছে অ্যান্ড্রয়ড ৮-র আপডেট। যদিও কবে থেকে এই আপডেট করা যাবে, সে নিয়ে এখনও কিছু জানায়নি নোকিয়া।