এই র‌্যাঙ্কিংয়ে সব থেকে চাপে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের থেকে ন’পয়েন্ট এগিয়ে আট নম্বরে রয়েছে পাকিস্তান। যদিও দু’দলই তাদের পয়েন্ট হারিয়েছে। পাকিস্তান ৯০ থেকে নেমেছে ৮৮তে। ওয়েস্ট ইন্ডিজ ৮৩ থেকে ৭৯তে। যদিও ওয়েস্ট ইন্ডিজের থেকে পাকিস্তানের ব্যবধান বেড়েছে। এই দু’দলেরই ২০১৯ আইসিসি বিশ্বকাপের যোগ্যতা অর্জন নির্ভর করবে তাদের র‌্যাঙ্কিংয়ের উপর। নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ের প্রথম সাত দল ও আয়োজক দেশ ইংল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। বাকিদের কোয়ালিফাইং খেলে আসতে হবে।

 সাত নম্বরে থাকা বাংলাদেশ ও ছ’নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট বেড়েছে। ১০ নম্বরে রয়েছে আফগানিস্তানই। ১১ নম্বরে রয়েছে জিম্বাবোয়ে।

স্থানদলম্যাচপয়েন্টরেটিং
 দক্ষিণ আফ্রিকা৪৪৫,৪২৮১২৩
 অস্ট্রেলিয়া৪৬৫,৪৪২১৮৮
ভারত৩১৩,৬৩৮১১৭
 নিউজিল্যান্ড৪০৪,৫৮৬১১৫
 ইংল্যান্ড৪১৪,৪৭৫১০৯
শ্রীলঙ্কা৪৬৪,২৭৩৯৩
বাংলাদেশ২৫২,২৮২৯১
পাকিস্তান৩৬৩,১৭০৮৮
ওয়েস্ট ইন্ডিজ৩০২,৩৫৫৭৯
১০ আফগানিস্তান২৮১,৪৬৩৫২
১১ জিম্বাবোয়ে৩৬১,৬৪০৫৬
১২আয়ারল্যান্ড২০৮৬৬৪৩