একেবারে নাটকীয় উত্থান-পতন! বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই ধাক্কাটা লেগেছিল। বিশ্বের ধনীতমের স্থান হারান মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস।

বাজার খুলতেই ওই দিন আমাজনের ঊর্ধ্বমুখী শেয়ার দরের হাত ধরে বিশ্বের সবচেয়ে ধনীর তালিকার এক নম্বর স্থান দখল করেন আমাজন এবং ওয়াশিংটন পোস্ট-এর মালিক জেফ্রি পি বেজোস বা জেফ বেজোস। তবে তা মাত্র কয়েক ঘণ্টার জন্যই।

কারণ, বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার আগে আমাজনের শেয়ার দর ফের বেশ কিছুটা পড়ে যাওয়ায় নিজের হারানো জায়গা ফিরে পান বিল গেট্‌স।

ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, ওই দিন শুরুতেই আমাজনের শেয়ারের হাত ধরে বেজোসের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৯৬০০ কোটি ডলার। যা মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেট্‌স-এর মোট সম্পত্তির তুলনায় প্রায় ৫০ কোটি ডলার বেশি।

১৯৯৮ সালে ফোর্বস-এর বিচারে আমেরিকার প্রথম ৪০০ জন ধনীর তালিকায় নাম ওঠে জেফ বেজোসের। এর পর বিশ্ব জুড়ে ক্রমশ জনপ্রিয় হতে থাকে তাঁর আমাজন। আমাজনের সাফল্যে ভর করে চলতি বছরের মার্চে ফোর্বস-এর প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসেন জেফ।

মার্চে ফোর্বস-এর প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসেন জেফ। ছবি: এএফপি

১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অবশ্য বিশ্বে ধনীদের তালিকার এক নম্বরে ছিলেন গেটসই।

২০০৮-এ ছিটকে গেলেও ২০০৯-এ ফের শীর্ষস্থানে ফিরে আসেন তিনি। এ দিনও আমাজন সিইও-র কাছে মোট সম্পত্তির পরিমাণে কিছুটা পিছিয়ে পড়লেও দিনের শেষে ফের বিশ্বের সবচেয়ে ধনীর তকমা ফিরে এল বিল গেটস-এর কাছেই।