Xiaomi-কে সরাসরি টেক্কা দিতে Realme নিয়ে আসছে অসাধারণ ফিচারসহ X50 Pro 5G। ২৪ ফেব্রুয়ারি বার্সেলোনায় MWC 2020 -র মঞ্চ থেকে লঞ্চ হতে চলেছে এই ফোন। অনুমান করা হচ্ছে ওই একই সময় পার্শ্ববর্তী দেশ ভারতেও লঞ্চ হবে এই ফোন। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে Realme X50 Pro 5G-এর একটি টিজার। থাকছে Qualcomm -এর ফ্ল্যাগশিপ এছাড়াও থাকছে Snapdragon 865 চিপসেট। আসুন জেনে নেওয়া যাক এর ফিচার ও দাম সম্পর্কে-
Realme X50 Pro 5G দাম আর স্পেফিকেশন:
⇒ এই ফোনো থাকছে একটি ৬.৫৭ ইঞ্চি সুপার অ্যামলয়েড ডিসপ্লে।
⇒ ফোনের ভিতরে Snapdragon 865 চিপসেট থাকবে।
⇒ ১২ জিবি RAM থাকছে ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকছে।
⇒ Realme X50 Pro 5G তে একটি ৪,৫০০ mAh ব্যাটারি ব্যবহার করা হচ্ছে।
⇒ ফোনের অপারেটিং সিস্টেম থাকছে Android 10।
⇒ ছবি তোলার জন্য থাকছে ৬৪+১২+৮+2 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার এবং সেলফিতোলার জন্য থাকছে ৩২+৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
⇒ ফোনটির দাম সম্পর্কে এখনো কোনো তথ্য সামনে আসেনি।